ডেপুটেশন জমা না দিতে পেরে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সোমবার এমন ঘটনার সাক্ষী থাকলো মানিকচকের ভুতনি এলাকার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত।
জানা যায়, দেখা নেই প্রধান সহ পঞ্চায়েত স্টাফদের। তাই, প্রধানের কাছ থেকে রীতিমতো দিন সময় ঠিকঠাক করে সোমবার ডেপুটেশন দেওয়ার কথা হয়েছিল ভুতনির দক্ষিণ চন্ডিপুর গ্রামবাসীদের একাংশের। নিয়ম মতো এদিন তারা ডেপুটেশন দিতে গেলে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্টাফ কাউকে দেখা যায়নি। তখন স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হন সকলে। স্থানীয়দের মূল অভিযোগ বন্যা পরিস্থিতির কারণে সরকারের তরফে বন্যার্তদের দেওয়া বিভিন্ন ত্রাণে ব্যাপক দুর্নীতি করেছে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এর সঙ্গে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্যও জড়িত বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।